• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ৫ শতাধিক ছাত্রীকে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ

প্রকাশ:  ০৩ মার্চ ২০২০, ০৮:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রীর মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের মাঝে এই স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রোটাঃ আহসান হাবীব অরুণের সভাপ্রধানে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া বলেন, সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে সুস্থ ও শিক্ষিত মায়ের বিকল্প নেই। সে জন্যে মায়ের সুস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হবে। মায়ের সুস্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মেয়েদের (কিশোরী) প্রতি গুরুত্ব দিতে হবে।
বৈশাখী বড়–য়া অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে ও মেয়ের প্রতি সমান এবং সুুুুদৃষ্টি দিতে হবে। তার পাশাপাশি মেয়ের প্রতি বিশেষ নজর রাখতে হবে। কারণ, এই মেয়ের মাধ্যমেই আপনার-আমার ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীর আলো দেখবে। তারা সুস্থ ও শিক্ষিত হলে আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। এতে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, বাল্যবিবাহ রোধ হবে। এতে করে পরিবার ও সমাজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ ও বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এ স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইফফাত রুবাইয়া নাসির, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ী প্রমুখ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটু। বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্য সদস্যবৃন্দসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।