• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক পেয়েছেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সাবেক ছাত্র ইমাম হোসেন

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র ইমাম হোসেন 'প্রধানমন্ত্রী স্বর্ণ পদক-২০১৮' পেয়েছেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পদক দেয়া হয়।

ছাত্রজীবনে ইমাম হোসেন ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজ ডিপার্টমেন্টে সর্বোচ্চ নম্বর (৩.৯৭) পেয়েছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে এনাটমোলজি বিভাগে প্রভাষক হিসেবে আছেন।

ইমাম হোসেনের এ কৃতিত্বের জন্য বিশিষ্ট জনেরা শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সর্বাধিক পঠিত