• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উদ্বোধনী পর্বে অধ্যক্ষ নূর খানের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক সৈকত অধিকারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দীন পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর ছোট্ট সোনামণিদের বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি খেলাধুলার উন্নয়নেও অসামান্য অবদান রেখে চলছে। যার ফলস্বরূপ বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমান, সাংবাদিক বিএম হান্নান প্রমুখ।

সর্বাধিক পঠিত