• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে পিতাকে হত্যা করার অভিযোগে পুত্র আকবর আলী আটক

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০২০, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত রোববার সন্ধ্যায় শাহরাস্তির সেতি নারায়ণপুর গ্রামের বড়বাড়িতে নিজের সন্তানের হাতে খুন হন চেরাগ আলী। হত্যা করার পর পালিয়ে যায় তার বড় সন্তান এমরান হোসেন প্রকাশ আকবর আলী। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেরাগ আলীর মরদেহ উদ্ধার করে গতকাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে শাহরাস্তি থানায় চেরাগ আলীর বড় ছেলেকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী আকবর আলীকে আটক করতে পুলিশ ব্যাপক অভিযান চালায়। গতকাল বিকেলে শাহরাস্তি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোরসাক গ্রামের কাছারি বাড়িতে অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেনের ঘর থেকে মামলার প্রধান আসামী চেরাগ আলীর বড় ছেলে আকবর আলীকে আটক করে পুলিশ। অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক অর্জুন রায়।
এদিকে চেরাগ আলীর মৃতদেহ ময়না তদন্তের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।