ফরিদগঞ্জের সুবিদপুরে প্রবাসীর ঘরে রহস্যজনক ডাকাতি
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে প্রবাসী পরিবারটি দাবি করলেও পুলিশ বলছে ডাকাতির ঘটনাটি রহস্যজনক। ৭ জানুয়রি মঙ্গলবার রাতে সুবিদপুরের প্রবাসী জিয়াউলের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে বলে জানা যায়।
ডাকাতের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা আনোয়ারা বেগম ও তার ছেলে সুমন (৩৫) আহত হয়েছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে গতকাল বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দেয়নি।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানায়, গত মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙ্গে ৫/৬ জনের মুখোশপরা ডাকাত দল ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ডাকাতরা ওই পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ঘরে থাকা স্টিলের আলমিরা ভেঙ্গে ফেলে। পরে আলমারিতে থাকা ৯ ভরি স্বর্ণ ও প্রবাসীর একটি নুতন বিল্ডিংয়ের চলমান কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য ঘরে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফিরে এসে ফরিদগঞ্জ থানার এসআই অনুমং মারমা এ প্রতিনিধিকে বলেন, ঘটনাটি রহস্যজনক। তবে তদন্ত শেষে উক্ত বিষয়ে বিস্তারিত বলা যাবে।