• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরের লেক-কে দখলমুক্ত করতে ১৫ দোকান উচ্ছেদ

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

চাঁদপুর শহরের সার্কিট হাউস ও পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন লেক-টি দীর্ঘদিন যাবৎ বেদখল থাকায় দখলমুক্ত করতে জেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ২৩ ডিসেম্বর সোমবার সকালে এ উচ্ছেদ অভিযান করা হয়। অভিযানে ১৫টি দোকান উচ্ছেদ করা হয়। এ ব্যপারে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান জানান, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান স্যারের নির্দেশে লেকটির সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে লেকের পাড়ের ১৫ টি অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ লেকটি নোংরা ও কিছু অংশ অবৈধ দখলদার কর্তৃক বেদখল হয়ে ছিলো। তাই এখানে উচ্ছেদ অভিযান করে মানুষের প্রাণের দাবী পূরণ করা হলো। অভিযানে, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহযোগিতা করেন।

এ ব্যপারে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান জানান, লেকটি সবেমাত্র দখলমুক্ত করা হয়েছে। অতিদ্রুতই জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের উদ্যোগে লেকটির সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে।

সর্বাধিক পঠিত