পুরাণবাজারে বিদ্যুতের তারে আগুন
চাঁদপুর শহরে পিডিবির বিদ্যুৎ খুঁটির তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮টার সময় শহরের পুরাণবাজার ওসমানিয়া মাদ্রাসার পেছনে খাল রাস্তার পাশে এ দুর্ঘটনাটি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দুর্ঘটনাস্থলে পেীঁছলেও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহত হয়নি। বড় ধরনের অগ্নিকা- থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছে এলাকাটি। ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল হাওলাদার জানান, বিদ্যুৎ বিভাগের লোকজনের গাফিলতিতে এ দুর্ঘটনা হয়েছে।
দীর্ঘদিন এখানকার একটি বৈদ্যুতিক খুঁটি হেলে গেলে টিনের ঘরের চালার ওপর মেইন লাইনের তার ঝুলে পড়ে। ৪টি তারের স্পর্শে হঠাৎ বিস্ফোরণ হয়ে সেখানে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এ দৃশ্য দেখতেই ‘আগুন আগুন’ বলে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভায়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।
বিষয়টি নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল জানতে পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ লাইনম্যানদের ঘটনাস্থলে পাঠান।