বালিয়ায় স্বাক্ষর জাল করে চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারের অভিযোগের ষড়যন্ত্র
সহকর্মী মেম্বারদের স্বাক্ষর জাল করে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একই পরিষদের অপর এক মেম্বার। চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত লিখিত অভিযোগে নিজেরা স্বাক্ষর করেননি বলে তিনজন মহিলা মেম্বার তাদের লিখিতপত্রে জানিয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদে। এ বিষয়ে অভিযুক্ত ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহিদ হোসেন খানের বিরুদ্ধে স্থানীয় সরকার উপ-পরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চাঁদপুর মডেল থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বাররা। সেলিনা আক্তার, নূরজাহান বেগম, ফাহিমা বেগম স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহিদ হোসেন খান আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে এক এক করে একটি কাগজে স্বাক্ষর দিতে বলে। আমরা ওই কাগজে স্বাক্ষর করে চলে আসি। পরবর্তীতে সে ওই কাগজে স্বাক্ষর দিয়ে স্বাক্ষরযুক্ত কাগজ দেখিয়ে বিভিন্ন দপ্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করছে। যা আমাদের ইউনিয়ন পরিষদের শৃঙ্খলা ভঙ্গের কারণ, এলজিএসপি ও কর্মসূচি কর্মসৃজন এবং সুষ্ঠুভাবে সরকারি কাজ করতে বাধা দিচ্ছে। আমাদের সম্মানিত চেয়ারম্যানের মানসম্মান ক্ষুণœ করা হয়েছে। তিনি ব্যক্তিস্বার্থ উদ্ধার করার জন্যে ইউপি সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করেছেন। এ বিষয়ে স্বাক্ষর জালিয়াতির কারণে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি বলেন, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহিদ হোসেন খান, এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ইউনিয়নের ভুক্তভোগী বহু সাধারণ মানুষ পরিষদের একাধিক অভিযোগ করেছে। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় আমার মানসম্মান ক্ষুণœ করার জন্যে একের পর এক ষড়যন্ত্র করে আসছে।