মতলব উত্তরে পুলিশের অভিযানে আটক ৩ ॥ গাঁজা উদ্ধার
মতলব উত্তর থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ মানিক মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ পরিদর্শক মুরশেদুল আলম, এসআই নাহিদ হোসেন, এএসআই গোলাম মোস্তফা, এএসআই আবুল কালাম, কাজী হাবিবসহ সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন।
পুলিশ জানায়, উপজেলার পশ্চিম হানিরপাড় এলাকার মানিক মিয়া (৪৩)কে ১ কেজি গাঁজাসহ আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদক মামলায় ০৬(ছয়) মাসের সশ্রম কারাদ- এবং ১০০০ টাকা অর্থদ- অনাদায়ে ৭ মাসের বিনাশ্রম কারাদ-ে দ-প্রাপ্ত আসামী রায়েরকান্দি গ্রামের তপন বর্মণ প্রকাশ কাইল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদক ও কিশোর অপরাধী গ্যাং প্রতিরোধের অভিযানে তিন বছরের সশ্রম কারাদ- ১০০০ টাকা অর্থদ- অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ-প্রাপ্ত আসামী বাহাদুরপুর গ্রামের মোঃ নুরুন নবীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওসি নাসির উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অভিযান চলছে, চলবেই। যাকেই মাদকের সাথে সম্পৃক্ত পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মতলব উত্তর থানা পুলিশ যথেষ্ট সোচ্চার রয়েছে।