• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে বাল্যবিয়ে বন্ধ, বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৯, ০৮:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। শুক্রবার শেষ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় বরের বাবাকে বিশ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক সে জরিমানা আদায়ও করা হয়। ঘটনাটি ঘটে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে। একই ইউনিয়নের শিমুলিয়া গ্রামের নতুন বাড়ির অজিউল্লার ছেলে সাগর (১৯)-এর সাথে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে বরের বাবা অজিউল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সর্বাধিক পঠিত