• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে মাদক মামলার তিন আসামী গ্রেফতার

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৯, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে  মাদক মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, মতলব উত্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ষাটনল ইউনিয়নের সুগন্ধী গ্রামের মৃত মোঃ আলী বেপারীর ছেলে মোমিন। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম-এর নির্দেশে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে এসআই গোলাম মোস্তফা, এএসআই কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম বুধবার নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা হতে মোমিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মোমিনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় ৫টি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিলো। মামালাগুলো হচ্ছে : জিআর-১২৩/০৯, ২৮/১৬, ৪৩/১৬, ১৪৯/১৭, ও ৭৩/১৮.। তন্মধ্যে জিআর ১২৩/০৯ মামলায় সে ১০ মাসের সাজাপ্রাপ্ত ছিলো। সে কয়েক মাসের টানা পুলিশী অভিযানের মুখে এলাকা থেকে পালিয়ে গিয়ে প্রথমে শরীয়তপুরে এবং পরে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পরিচয় গোপন করে একটি খাবার হোটেলে চাকুরি নিয়ে আত্মগোপনে ছিলো মর্মে গ্রেফতারের পর সে পুলিশকে জানায়।  
এদিকে এএসআই আবু হানিফ ও এএসআই আবুল কালামের নেতৃত্বে মতলব উত্তর থানার অপর একটি টিম বুধবার রাতে অভিযান চালিয়ে জিআর নং-১৮/১৯ মাদক মামলার আসামী ষাটনল গ্রামের মৃত সৈয়দ হোসেন বেপারীর ছেলে আল-আমিন (৩৫) এবং ছেঙ্গারচর পৌরসভা এলাকার ঠাকুরচর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আমির হোসেন (৩০)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, মাদকের জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন।

 

 

সর্বাধিক পঠিত