কচুয়ায় ফলদ গাছ কর্তন ॥ এলাকাসীর বিক্ষোভ
কচুয়ায় পেঁপে গাছ কর্তনের ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার উপজেলার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে বড়ইগাঁও গ্রামের দেলোয়ার হোসেনর ছেলে বশির আহমেদের বাড়ির পাশের বাগান বাড়িতে সকাল আনুমানিক ৭টার সময় দুর্বৃত্তরা প্রবেশ করে ফলদ প্রায় ৮০টি পেঁপে গাছ কেটে ফেলে। এতে ক্ষতির পরিমাণ আড়াই লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে বাগানের পাশের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা পেঁপে গাছ কর্তনকারী দোষীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বশির আহমেদ জানান, ১৯ জুন ওই এলাকার জনৈক ছফিউল্লাহর সাথে খাজা মিয়ার মারামারি হয়। বিবাদীরা আমাকে খাজা মিয়ার লোক ভেবে বিভিন্ন সময়ে হুমকি ধমকি প্রদান করেছে। এ ঘটনায় বশির আহমেদ পার্শ্ববর্তী সাহাপুর গ্রামের আবু মিয়ার ছেলে কবির হোসেনসহ ৬জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল জানান অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।