• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে তক্ষক উদ্ধার

প্রকাশ:  ২০ জুন ২০১৯, ০৯:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বিরল প্রজাতির পরিবেশবান্ধব প্রাণি তক্ষক উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ। গতকাল ১৯ জুন উপজেলা সদরের দাইমুদ্দিন বাড়ি থেকে এটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলা সদরের নিজ মেহার গ্রামের দাইমুদ্দিন বাড়ির মোবারক হোসেনের ছোট ছেলে সজল গত ১৬ জুন বিকেলে বন্ধুদের সাথে খেলা করার সময় এ প্রাণিটি দেখতে পেয়ে ধরে ফেলে। গত দুদিন ধরে সে এটিকে ডিম ও কাঁচামরিচ খেতে দেয়। শাহরাস্তি থানা পুলিশ সংবাদ পেয়ে তক্ষকটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা নিকট উপস্থাপন করা হলে তিনি বিভিন্ন দিক বিবেচনা করে এটিকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। পরে তার উপস্থিতিতে উন্মুক্ত বাগানে এটিকে ছেড়ে দেয়া হয়।
এলাকায় তক্ষক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এটি অতি মূল্যবান প্রাণি। যার মূল্য কয়েক কোটি টাকা। এ প্রাণিটি ধরার জন্যে কিছুদিন পূর্বেও এলাকায় ব্যাপক তোড়জোর লক্ষ্য করা গেছে। তবে এ ধরনের কোনো তথ্য সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

সর্বাধিক পঠিত