চাঁদপুরে পুলিশের জব্দকৃত কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
অভয়াশ্রম রক্ষা ও জাটকা সংরক্ষণসহ পুলিশের বিভিন্ন অভিযানে জব্দকৃত বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ১৮ জুন মঙ্গলবার বিকাল ৫ টায় চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে এসব জাল আগুনে পোড়ানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আমরা ইলিশ সম্পদ রক্ষায় বিভিন্ন সময়ে অভিযান করে প্রায় ৪ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করি।যার আনুমানিক মূল্য হবে প্রায় ১ কোটি টাকা।
এসব অবৈধ জাল চাঁদপুরের সিনিয়র চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইনের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন, ওসি (তদন্ত) হারুনুর রশিদ, পুরান বাজার পুলিশ ফাঁড়ির এস আই পলাশ বড়ুয়া, চিপ জুডিসিয়ালের স্টেনো আলমগীর হোসেন প্রমুখ।ছবি ক্যাপঃচাঁদপুরে পুলিশের জব্দকৃত কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে এভাবে ধ্বংস করা হয়েছে।