• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

প্রকাশ:  ২৭ মে ২০১৯, ১০:৪৫ | আপডেট : ২৭ মে ২০১৯, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত হয়েছে । গত ২৫ মে সকালে মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর ও লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে ৮ জন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, পাগলা কুকুরের কামড়ে মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক মিয়ার স্ত্রী ফাহিমা (২৫), আহম্মদের ছেলে নাহিদ হাসান (৬), রিয়াজ মিয়ার স্ত্রী সুফিয়া (৬০) ও নান্নু মোল্লার ছেলে রনি (০৬) এবং লুধুয়া গ্রামের মুসলেমের ছেলে সাকিব (১১), নূরে আলমের মেয়ে জান্নাত (১২), সালমানের ছেলে রিয়াজ (১২) ও শাহ আলমের মেয়ে সুফিয়া (৯) আহত হয়। এছাড়া কৃষ্ণপুর গ্রামে আরো ৩ জনকে ওই কুকুর কামড় দিয়ে আহত করেছে বলে জানান আহত মোবারকের স্ত্রী ফাহিমা।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান সুমন বলেন, কুকুরে কামড়ে আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুরে পাঠানো হয়েছে এবং বাকীদের সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

 

সর্বাধিক পঠিত