কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ জানান, করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির ওয়ালী উল্যাহ্র নিকট একটি কষ্টি পাথরের মূর্তি রক্ষিত আছে সংবাদ পেয়ে গত শুক্রবার মধ্যরাতে কচুয়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার করইশ গ্রামের মৃত আবুল হাসেমের দুই পুত্র ওয়ালী উল্যাহ, ওসমান ও হানিফ মিয়ার পুত্র আমির হোসেন বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তাদের পায়ে শক্ত কোনো বস্তুর আঘাত টের পেলে সেখানেই দুই ফুট গর্ত করে এই মূর্তি উদ্ধার করেন। পরে রাতে তারা কচুয়া থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
গতকাল শনিবার দুপুরে কচুয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে কচুয়া সার্কেলের এএসপি শেখ রাসেল স্থানীয় সংবাদ কর্মীদেরকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৮২ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটির ৩৮ ইঞ্চি দৈর্ঘ্য, ১৯ ইঞ্চি প্রস্থ। মূর্তিটির ব্যাপারে প্রতœতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে বলে তিনি জানান।