শিক্ষার অনেক উন্নতি হয়েছে : দীপু মনি
দেশের শিক্ষায় ব্যাপক উন্নতি হয়েছে। এবার শিক্ষার মনোন্নয়নের দিকে নজর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বৃহস্পতিবার সন্ধায় চাঁদপুর ক্লাবে জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেতিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে তৈরি করতে কাজ করছি। আশা করছি, সবাই মিলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমাদের দেশ গড়ার কাজে আমরা লিপ্ত হবো।
ডা. দীপু মনি এমপি আরো বলেন, দেশে পদ্মা সেতু নির্মিত হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উক্ষিপ্ত হয়েছে, কর্ণফুলি নদীর নিচে টানেল নির্মিত হচ্ছে। আজকে মেট্রোরেল নির্মিত হচ্ছে। এমনকি চাঁদপুরের যেদিকে তাকাই রাস্তা, ঘাট, ব্রিজ, কালবার্টসহ যে ব্যাপক উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হসিনার নেতৃত্বেই এসকল উন্নয়ন হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমূখ।