• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ ॥ ২৯ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০১৯, ০৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গত রোববার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১শ’ ৩০কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ সহ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জরিমানা ও খেজুর জব্দের বিষয় নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ। আসন্ন রমজান উপলক্ষে উপজেলার বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে ইউএওনও জানান।
দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত না চলার সুযোগে ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্রেতাদের বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। পবিত্র রমজান উপলক্ষে এ অভিযান শুরু হলেও ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। পাশাপাশি ভুক্তভোগীরা দাবি তুলে বলছেন, অন্তত পবিত্র রমজান শুরুর পূর্বে প্রতিটি হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা অতীব জরুরি।
সরেজমিনে কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন  বাজারে মুদি ও কাঁচা পণ্য ওজনে কম দেয়া সহ ক্রেতাসাধারণকে ব্যবসায়ীরা ঠকিয়ে আসছে। এতে ব্যবসায়ীদের গোপন সিন্ডিকেটের কারণে কেউ প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছে না।
ক্রেতারা জানায়, একই বাজারে থাকা পাশাপাশি দোকানে একই পণ্যের দামের পার্থক্য লক্ষ্য করা গেছে। অবৈধভাবে কাঠের পাল্লা ব্যবহার অব্যাহত রয়েছে। তাছাড়া বাটখারাগুলোতে সঠিক ওজন রক্ষা হচ্ছে না। অধিকাংশ বাটখারাগুলো মাপে কম রয়েছে। এদিকে ইলেক্ট্রনিক্স স্কেলগুলোতেও রয়েছে ওজনের হেরফের। শুধু তাই নয়, নিয়ম থাকলেও দোকানগুলোতে পণ্য তালিকা সাঁটানো হচ্ছে না।

 

সর্বাধিক পঠিত