সুন্দর পৃথিবীর জন্যে আমাদেরকে পরিবেশবান্ধব হতে হবে


‘আর নয় মাটি পোড়ানো ইট’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে পরিবেশবান্ধব ইট ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ অনন্যা গ্রুপের আয়োজনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুনের সভাপ্রধানে গত বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ কমিউনিটি সেন্টার ‘বিয়ে বাড়ি’তে এ আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি রোটাঃ আহসান হাবীব অরুন বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে এখন থেকে পরিবেশকে রক্ষা করতে হবে। সুন্দর পৃথিবীর জন্যে আমাদেরকে পরিবেশবান্ধব হতে হবে। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিবেশের ভূমিকা অপরিসীম। পরিবেশ বিপর্যয়ের ফলে দ্রুতগতিতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এতে পৃথিবী ধ্বংসের মুখে। জলবায়ুর এই পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আর পরিবেশ বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ মাটি পোড়ানো ইট। তাই সরকার ২০২০ সালের মধ্যে মাটিকাটা ও মাটি পোড়ানো ইটভাটা পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্যোক্তা মোঃ সাইফুল্লাহ মানিক। পরিবেশবান্ধব ইটের ব্যবহারের সুবিধা ও কারখানা স্থাপনের বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন অনন্যা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন অনন্যা গ্রুপের ম্যানেজার (এইচআর এডমিন এন্ড মার্কেটিং) সায়মা আক্তার।
মার্কেটিং কর্মকর্তা দীন মোহাম্মদ সিটু ও মোঃ ইয়াছিন হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিভিন্ন ইটভাটার মালিক, হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, অনন্যা গ্রুপের কর্মকর্তা এবং চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।