দাসাদী নদীর পাড়ে ছক্কা-পাঞ্জা জুয়ার আসর


চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের ভাঙ্গা মসজিদ এলাকার মেঘনা নদীর পাড়ে ছক্কা-পাঞ্জা জমজমাট জুয়ার আসর চলছে। প্রকাশ্যে এই জুয়ার আসর বসায় এলাকাবাসী ও মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছে।
স্থানীয় লোকজন ও বেশ কজন মুসল্লি অভিযোগ করে বলেন, এই ইউনিয়ন এখন জুয়াড়িদের আস্তানায় পরিণত হয়েছে। এলাকায় চুরি-ছিনতাই বেড়েই চলেছে। এছাড়া মাদক সেবন ও বিক্রি করে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পবিত্র শবে বরাতের দিন সকাল থেকে ভাঙ্গা মসজিদের পাশে জুয়ার তিনটি বোর্ড বসেছে। সেখানে লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে।
এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ইনচার্জ নাসিম উদ্দিনের নির্দেশে মডেল থানার এসআই ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দুপুরে নদীর পাড়ে অভিযান চালালে জুয়াড়িরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সরকার দলের নাম ভাঙ্গিয়ে তরপুরচ-ী ও দাসাদীর কতিপয় যুবক এই জুয়ার আসর বসায় বলে জানা যায়।