ফরিদগঞ্জে স্পেশাল স্টুডেন্ট কেয়ারের বৈশাখী উৎসব


ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি এলাকায় স্পেশাল স্টুডেন্ট কেয়ারের আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পূর্ব বড়ালি উদয়ন যুব সংঘের অফিসের সামনে সংগঠনের সহ-সভাপতি নূরে আলম ভুট্টোর সভাপ্রধানে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পূর্ব বড়ালি উদয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক মাসুদ আলম দুলাল, কার/মাইক্রো মালিক ও চালক সমিতির ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু তাহের, ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরুজ্জামান সোহেল বক্তব্য রাখেন। এর আগে সংগঠনের আয়োজনে বৈশাখী উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় স্থানীয় শিশুরা অংশগ্রহণ করেন।