• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

দক্ষিণ কোড়ালিয়া মহল্লা কমিটির মতবিনিময় সভা

প্রকাশ:  ২০ এপ্রিল ২০১৯, ১৬:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আওতাধীন দক্ষিণ কোড়ালিয়া মহল্লা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও অঞ্চল-৫-এর সভাপতি রোটাঃ কাজী শাহাদাত।
মহল্লা কমিটির সভাপতি জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির দেওয়ান মন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা, সংগঠনের সদস্য অ্যাডঃ আঃ রহমান, অ্যাডঃ একেএম লোকমান হোসেন, দেবু সাহা, আবু সাঈদ, মিজানুর রহমান, কালু দে ও শাহিন তপাদার।
মতবিনিময় সভা শেষে এলাকার ও সংগঠনের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ তাজুল ইসলাম।