শাহরাস্তিতে সাংবাদিকের উপর দুর্বৃত্তের হামলার চেষ্টা

শাহরাস্তিতে সাংবাদিক জাকির হোসেন খান দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সাহেববাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাকির হোসাইন খান জানান, গত সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় স্থানীয় সাহেব বাজারে একটি পরিত্যক্ত স্থানে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। ওই সময় কৃষ্ণপুর গ্রামের আবদুর রশিদের পুত্র মোঃ হোসেন (২৬), বাহার উদ্দিন বাবু (৩০) ও আবু তাহেরের পুত্র দুলাল হোসেন (২৫)সহ ৪/৫ জন দুর্বৃত্ত তার উপর হামলার চেষ্টা চালায়। ওই সময় সাংবাদিক জাকির তাদের এমন আচরণের কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা তার পিতা-মাতার নাম ধরে অকথ্য ভাষায় গালমন্দ করে প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি বিষয়টি প্রেসক্লাবের সকল সাংবাদিককে অবহিত করে শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার স্থান পরিদর্শন শেষে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে অভিযোগকারী সাংবাদিক ও স্থানীয় সূত্র বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় মাদক, ক্যারাম বোর্ড জুয়া খেলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শাহরাস্তি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার দাবি জানান।