• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইমচর উপজেলার নবাগত ইউএনও ফেরদৌসি বেগম

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১৬:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফেরদৌসি বেগম। তিনি ১৫ এপ্রিল সোমবার এ পদে যোগদান করেন। ইতিপূর্বে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে কর্মরত ছিলেন। ফেরদৌসি বেগম ৩০তম বিসিএস ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি সাধারণ মানুষের সেবা করতে চাই। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত এবং হাইমচরের উন্নয়নে কাজ করে যাব।