• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন বৃত্তি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের ৪৩নং উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে টেলেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একেএম রফিউদ্দিন সিকারীর সভাপ্রধানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বিশেষ নাট্যকার জাফরুল হাসান খোকন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সানাউল্যাহ মুন্সি, নাছির হোসেন, নূরুল আমিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আহসান হাবীব সুমন প্রমুখ।