মতলবের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের জন্যে দুদকের নগদ অর্থ প্রদান
মতলব উত্তর উপজেলার ৩৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের জন্যে দুদকের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক এইচএম আক্তারুজ্জামান ও চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাশেম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমেদ এবং নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার ৫০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ২শ' টাকা করে প্রদান করা হয়। পরবর্তীতে মাধ্যমিক স্তরের বাকি প্রতিষ্ঠানের জন্যে নগদ অর্থ প্রদান করা হবে। মতলব উত্তর উপজেলার প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমন্বয়ে সততা সংঘ রয়েছে। সেই সততা সংঘের মাধ্যমে এই অর্থ খরচ করা হবে। এই অর্থ বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিছন্নতা করার কাজে খরচ করা যাবে।