চাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কৃষকদের সেবার বিষয়ে সরকার আন্তরিক : ইউএনও কানিজ ফাতেমা


চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ও নেরিকা জাতের আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ এপ্রিল সকালে উপজেলা পরিষদের হলরুমে চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২শ’ ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নতির জন্য তৎপর। কৃষকেরা যাতে তাদের উৎপাদন সামগ্রী যথাসময়ে যথাস্থানে এবং উপযুক্ত মূল্যে বিক্রি করতে পারেন সে বিষয়ে সরকার আন্তরিক। উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে সরকার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে।
এ সময় তিনি নিয়মিত কৃষককে কৃষি বিষয়ে পরামর্শ দিতে কৃষি সম্প্রসারণ বিভাগের সকল কর্মকর্তার সতর্ক দৃষ্টি কামনা করেন।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপ্রধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিল আতিয়া পারভীন।
অনুষ্ঠানে ২শ’ ৫০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা উফশী আউশ আবাদের জন্য ৫ কেজি বীজ, নেরিকা আউশ আবাদের জন্য ১০ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার ১০ কেজি হারে বিনামূল্যে বিতরণ করা হয়।