চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল হক বাচ্চু মিয়াজীর মৃত্যুবার্ষিকী পালিত


চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ভাষা সৈনিক নূরুল হক বাচ্চু মিয়াজীর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৯ এপ্রিল মঙ্গলবার বাদ আসর চাঁদপুর শহরের পুরাণবাজার মিজি বাড়িতে বাইতুন নূর জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন আল-আমিন একাডেমীর অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আসাদ দেওয়ান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, মরহুম নূরুল হক বাচ্চু মিয়াজীর ছেলে মোঃ জিয়াউল হক টিপলু, মোঃ রেজাইল হক শিমুল, মোঃ এহসানুল হক পিটলু, স্থানীয় মুরুব্বী দেলোয়ার হোসেন কালু মিয়াজী, আমির হোসেন খান, মঈদ কামাল ফয়সাল, আরিফুল হক রুবেল প্রমুখ।
নূরুল হক বাচ্চু মিয়াজী চাঁদপুর শহরের পুরাণবাজার মিয়াজী বাড়ির বাসিন্দা। দীর্ঘ কর্মময় জীবনে তিনি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। নূরুল হক বাচ্চু মিয়াজী দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থেকে গত বছরের এই দিনে ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেন।