• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সিআইপি বেড়িবাঁধের জায়গার উপর নির্মাণ হচ্ছে অবৈধ মার্কেট

প্রকাশ:  ১১ এপ্রিল ২০১৯, ১৪:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-হাইমচর সেচ প্রকল্পের বেড়িবাঁধ রাস্তার পাশে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গার উপর অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে স্থানীয় একটি চক্র।
গত কদিন যাবৎ সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জব্বর ঢালীর দোকানের সামনে সিআইপি বেড়িবাঁধের পাশে একটি চক্র তড়িঘড়ি করে ফাউন্ডেশন নিয়ে বহুতল মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
ওই এলাকার মোহাম্মদ উকিলের দুই ছেলে হোসেন উকিল, সলেমান উকিল ও নূরুল ইসলাম গাজীর দুই ছেলে আনোয়ার হোসেন গাজী ও মনির গাজী প্রতিযোগিতা দিয়ে সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে। পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে, সেখানে কীভাবে সরকারি সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ করছে, এলাকার এই ভূমিদস্যুদের খুঁটির জোর কোথায় এমনটাই প্রশ্ন সাধারণ জনগণের।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হোসেন উকিল ও আনোয়ার হোসেন গাজী তাদের দুই ভাইসহ সিআইপি বেড়িবাঁধের পাশে সমানভাবে পাল্লা দিয়ে ফাউন্ডেশন নিয়ে মার্কেট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এ সময় হোসেন উকিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করছি তাতে সমস্যা কোথায়, যখন উচ্ছেদ করা হবে তখন দেখা যাবে। মার্কেটের কয়েকটি পিলার সরকারি জায়গায় পড়েছে। তাতে কোনো সমস্যা নেই। আমাদের কিছুই হবে না বলে তিনি বেশ দম্ভ প্রকাশ করেন।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
বাবুল মুফতী ॥ মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ১২ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সুজাতপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃ ও সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।