আজ থেকে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা


ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন ও জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বুধবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা’। চাঁদপুরে এ মেলা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এবং প্রত্যেক উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেলা। সপ্তাহব্যাপী এ মেলা শেষ হবে আগামী মঙ্গলবার। চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জেলার প্রত্যেক উপজেলায ভূমি সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে । সেবা প্রদানের মাধ্যমে ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা, ২০১৯’র কার্যক্রম শুরু হবে। এদিন সকালে বর্ণাঢ্য র্যালি বের করবে জেলা প্রশাসন।
আগামীকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়ভাবে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে সেবা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সেবা ক্যাম্পেগুলোতে বেশ কিছু সেবাপ্রদান করা হবে। এর মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে স্বল্প সময়ে নির্ধারিত ফিতে ভূমি সেবা পাওয়ার বিষয়ে অবহিতকরণ। দেশের যেকোনো উপজেলা ভূমি অফিসে ই-নামজারির আবেদন প্রক্রিয়া প্রদর্শন এবং লিখিত অনুসরণীয় বার্তা ও ফর্ম প্রদান। তাৎক্ষণিক ই-নামজারি সেবাপ্রদান, ভূমি উন্নয়ন কর গ্রহণ, খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, বন্দোবস্তের কবুলিয়ত প্রদান, রিভিউ মোকদ্দমার আবেদন গ্রহণ, বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ ও সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান।
সেবাগ্রহিতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব অনলাইনে প্রদানের জন্যে ক্যাম্পে একজন কর্মকর্তা থাকবেন। ‘ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ নামে বিদ্যালয় পর্যায়ে অনধিক এক হাজার এবং কলেজ পর্যায়ে অনধিক দেড় হাজার শব্দবিশিষ্ট রচনা প্রতিযোগিতা হবে এবং সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
যেসব ব্যাংক সার্টিফিকেট মামলা সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত তাদের কার্যক্রম প্রদর্শন করা হবে এবং জরিপ সংক্রান্ত কার্যক্রম, ভূমি অধিগ্রহণ ও গুচ্ছগ্রাম প্রকল্প কার্যক্রম সম্পর্কে সাধারণকে অবহিত করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় প্রেস ব্রিফিং করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান। বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সুত্রধর, চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল পাটওয়ারী, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস প্রমুখ।