• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহ্ আলম মল্লিক বাংলাদেশ-ভারত-মায়ানমার ত্রিদেশীয় মৎস্যজীবী সম্মেলন কমিটির যুগ্ম আহ্বায়ক

প্রকাশ:  ১০ এপ্রিল ২০১৯, ১৫:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ জেলে-নৌকা মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম মল্লিক বাংলাদেশ-ভারত-মায়ানমার ত্রিদেশীয় মৎস্যজীবী প্রতিনিধি সম্মেলন কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন।
জেলেদের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের আয়োজনে আগামী ১০-১১ জুন ২০১৯ দু’দিনব্যাপী বাংলাদেশ-ভারত-মায়ানমার ত্রিদেশীয় মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন সফল করতে বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক সভা গত ৭ এপ্রিল ঢাকা তোপখানা রোডস্থ নির্মল সেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফেডারশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বর্মণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রবীন্দ্রনাথ বর্মণকে আহ্বায়ক ও মোঃ আনোয়ার হোসেন সিকদারকে সদস্য সচিব করে বাংলাদেশ-ভারত-মায়ানমার ত্রি-দেশীয় মৎস্যজীবী প্রতিনিধি সম্মেলন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে শাহ্ আলম মল্লিককে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।
 

 

সর্বাধিক পঠিত