• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে কেনাকাটায় বৈশাখী আমেজ

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৪:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পহেলা বৈশাখের আর সপ্তাহখানেক বাকি। পুরানো বছরকে বিদায় জানিয়ে বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে আরও একটি বছর। বর্ষবরণ উৎসব ১৪২৬ উদ্যাপনে চলছে জোর প্রস্তুতি।
বাংলা নববর্ষকে সামনে রেখে অন্যান্য বছরের ন্যায় চাঁদপুর শহরসহ জেলার সর্বত্র ইতোমধ্যেই জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিংমল, মার্কেট ও বিপণী বিতানগুলো সেজেছে বৈশাখী সাজে। নতুন আর ভিন্ন ডিজাইনে পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এসব পোশাকে উঠে এসেছে সাদা আর লাল মিশ্রণে গ্রামীণ বাংলার রূপ-বৈচিত্র্য। বড়দের পাশাপাশি ছোট সোনামণিদের পোশাকেও দেখা গেছে গাছ, পাতা, মাছ, ফুলের বাহারী চিত্র।
চাঁদপুরের নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, নানা রঙের নতুন পোশাকে বৈশাখী আয়োজনে পরিবার পরিজনসহ কেনাকাটায় ভিড় করছেন। অনেকে ঘুরে ফিরে দেখছেন, আবার অনেকে কিনে ফিরছেন পছন্দের পোশাক। মার্কেট বা দোকানে বৈশাখী কেনাকাটা করতে নারী ও শিশু এবং তরুণ তরুণীদের বেশি দেখা যায়।
বিক্রেতাদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এবারের বেচা-বিক্রি ভালো হবে। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম আরও বেশি হবে। পহেলা বৈশাখের আগের দিন পর্যন্ত চলবে।

 

সর্বাধিক পঠিত