• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৪:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শনিবার রাতের ঝড়ে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  শনিবার রাত প্রায় সাড়ে ৯টায় শুরু হয় প্রচ- ঝড় বৃষ্টি, যা কয়েক ঘন্টা ছিলো। ঝড়-বৃষ্টিতে কেউ কিছু বুঝে ওঠার আগেই অনেকের ঘর-বাড়ির চাল, বিদ্যুতের খুঁটি ও গাছপালা উপড়ে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্ধ হয়ে যায় বিদ্যুতের সংযোগ। পুরাণবাজারস্থ পুরাতন ফায়ার সার্ভিস এলাকা সংলগ্ন হরিসভা রোডের মোড়ে স্থাপিত বিদ্যুতের খুঁটিটি মাঝখানে ভেঙ্গে রাস্তায় উপড়ে পড়ে থাকে। এছাড়া অনেকের বিদ্যুতের সংযোগ তারও ছিঁড়ে যায়। ঝড়ে এখানকার আসলামের অটো গ্যারেজের চাল, মাছ বাজারের খলিলের ঘর, হরিসভা এলাকার বাবুল মাঝির দোকানঘরসহ অনেকের বসতঘরের চাল উড়ে যায়। প্রচ- ঝড়ের তা-বে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে।

 

সর্বাধিক পঠিত