• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাথে এমপি নুরুল আমিন রুহুলের শুভেচ্ছা বিনিময়

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৪:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি। গত ৫ এপ্রিল সন্ধ্যায় ইউনিয়নের গড়েভাঙ্গা ঈদগাহ মাঠে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তালুকদার এবিএম মুসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকার, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, চন্দন সাহা, শেখ ফজলুল করিম সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক এসএম মজিদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রোমেল তালুকদার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কাউছার প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ঢালী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মাস্টার, খাদেরগাঁও ইউপি সদস্য হাবিবউল্লাহ হবু, জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী, মহসিন প্রধান, মোঃ সুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা সুপ্ত তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ রেজন তালুকদার, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ কাকন মিয়াজী, মোঃ রাকিব মিয়াজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

সর্বাধিক পঠিত