• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সংবাদ সম্মেলনে দাবি

হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের জমি অধিগ্রহণে এমপির ডিও লেটার বাস্তবায়ন করা হোক

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০১৯, ১৬:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের জমি অধিগ্রহণের দাবিতে চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)-এর সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের ডিও লেটার বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সরকারিভাবে হাজীগঞ্জে নির্মাণাধীন ‘হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’-এর সামনের অংশের জমির মালিক সম্প্রতি সেখানে বহুতল ভবন নির্মাণের পরেই বিষয়টি নিয়ে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠে। মূলত এ থেকেই এই সংবাদ সম্মেলনের আয়োজন।
রোববার দুপুরে এ সংবাদ সম্মেলনে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম। রোটারী ক্লাব অব হাজীগঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী।
এতে বক্তারা বলেন, ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের অধীনে হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ২৪২নং রায়চোঁ মৌজায় ১.৫ একর ভূমির উপর নির্মিত হবে ‘হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’।
ভবনটি বিলের মধ্যে নির্মাণাধীন হওয়ায় ভবিষ্যৎ প্রয়োজনে এপ্রোচ রাস্তা এবং প্রধান ফটক নির্মাণের জন্যে ভবনের সম্মুখের ভূমি অধিগ্রহণ জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী, সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট বিভাগে ডিও লেটার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের অংশের ভূমির মালিক পক্ষগণ উল্লেখিত ভূমিতে বহুতল ভবন নির্মাণের জন্যে তড়িঘড়ি শুরু করেন। এ নিয়ে গত শুক্রবার (৫ এপ্রিল) ভূমির মালিকের পক্ষ বহুতল নির্মাণ কাজ শুরু করলে এলাকাবাসী তাতে বাধা দেন।
ভূমির মালিক ও সরকারি স্বার্থ উভয়টা চাই উল্লেখ করে বক্তারা আরো বলেন, কারো ব্যক্তিস্বার্থ নয়, এলাকার আর্থ-সামজিক উন্নয়ন, নির্মিত ভবনের এপ্রোচ রাস্তা ও প্রধান ফটক নির্মাণে এবং প্রতিষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে উক্ত ভূমি অধিগ্রহণ জরুরি। একটি চক্র তাদের হীনস্বার্থ উদ্ধারে ওই ভূমিতে তড়িঘড়ি করে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাই সংসদ সদস্যের ডিও লেটার বাস্তবায়নে জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটাঃ জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ শাহজামাল, হাজীগঞ্জ বাজারের দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস.এম. মিরাজ মুন্সী ও কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বাধিক পঠিত