কালাম-খালেক-সুশীল-শংকর স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অজিত সাহার সভাপ্রধানে ও প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সদস্য সচিব জহির উদ্দিন বাবরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৩ এপ্রিল উদ্যাপন পরিষদের আহ্বায়ক সর্দার আবুল বাসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিফৌজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মনীষা চক্রবর্তী, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক দুলাল দাস, শহীদ আব্দুল খালেক স্মৃতি সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ চাঁদপুর-এর সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদের উপদেষ্টা মোঃ শাহআলম মিয়া, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ভূঁইয়া, প্রতিযোগিতা উপ-পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় প্রশিকা সরকারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান ও সদস্য সচিব জহির উদ্দিন বাবরের পরিচালনায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি ছিল ব্যাপক।