• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

টাস্কফোর্সের অভিযানে লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০১৯, ১৬:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা টাস্কফোর্স নদীতে অভিযান অব্যাহত রেখেছে। গতকাল রোববার বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ সালামের সাব লেঃ সাব্বির আহমেদ সুজন, সিনিয়র চীফ পেটি অফিসার মোঃ খোরশেদ আলম, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ও পুলিশ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজরাজেশ^র ইউনিয়নের জাহাজমারা, লগ্গীমারাসহ রাজরাজেশ^র ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল নদীতে ফেলানো অবস্থায় জব্দ করা হয়। নৌ-বাহিনীর সাব লেঃ সাব্বির আহমেদ সুজন জানান, নদী পথে সকল অন্যায় অপরাধ দমনে নৌ বাহিনী সোচ্চার রয়েছে। সরকার ঘোষিত জাটকা রক্ষায় নৌ-বাহিনী কাজ করে যাচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরে জব্দকৃত জালগুলো ডাকাতিয়া নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সর্বাধিক পঠিত