• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ব্র্যাকের উদ্যোগে নানুপুর উবিতে নলেজ ফেয়ার অনুষ্ঠিত

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচির মেয়েদের জন্যে নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে নানুপুর উচ্চ বিদ্যালয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী নলেজ ফেয়ার এ বিতর্ক, চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতা ও বাল্যবিয়ে রোধে লাল কার্ড প্রদর্শন এবং শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাাপক কালা চাঁদ দাস অসিতের পরিচালনায় উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ আফসার উদ্দিনসহ নানুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ৫ শতাধিক শিক্ষার্থী।
উল্লেখ্য, চাঁদপুর নানুপুর উচ্চ বিদ্যালয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সর্বাধিক পঠিত