• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০১৯, ১২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড সংলগ্ন কদমতলা এলাকায় রাস্তা দখল করে গড়ে ওঠা ১৫টি দোকান উচ্ছেদ করা হয়। একই সময়ে শহরের ট্রাক রোডে রাস্তার নিচ দিয়ে পাইপ বসিয়ে বালুর ব্যবসা করায় দুটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে রাস্তা গর্ত করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে দুই হাজার টাকা জরিমানা, প্রতিষ্ঠানের পাইপগুলো জব্দ ও পাইপের গর্তসমূহ ঢালাই করে বন্ধ করে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালিত হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে। সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম, চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ। চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এডিএম।

সর্বাধিক পঠিত