• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনে চাঁদপুরে দুদিনব্যাপী কর্মসূচি

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০১৯, ১৩:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাঙালির আত্মপরিচয়, ঐতিহ্য ‘বাংলা নববর্ষ’। আর এই নূতন বছরের প্রথমদিনটি হচ্ছে পহেলা বৈশাখ। তাই তো এ দিনটি বাঙালি বেশ আড়ম্বরতার সাথে উদ্যাপন করে থাকে। সেদিন বাঙালি উৎসবে মেতে ওঠে। আর এ দিবসটি বেশ ক’বছর যাবৎ সরকারিভাবে উদ্যাপিত হয়ে আসছে। সে ধারাবাহিকতায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ আনন্দঘন পরিবেশে উদ্যাপনে চাঁদপুর জেলা সদরে   দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিসভা গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সুধীজন সভায় উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উ্দযাপনে বিগত বছরগুলোর সাথে মিল রেখে এবারো ব্যাপক কর্মসূচি নেয়া হয়। পহেলা বৈশাখ সকাল ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করার মধ্যে দিয়ে সরকারিভাবে গৃহীত দিনের কর্মসূচি শুরু হবে। সকাল দশটায় চাঁদপুর প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর পাড়ে হবে বর্ষবরণের মূল অনুষ্ঠান ও বৈশাখী মেলা।  বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এদিন (পহেলা বৈশাখ) প্রত্যুষে তাদের বর্ষবরণ অনুষ্ঠান শেষে প্রশাসনের মূল অনুষ্ঠানে সমবেত হবে। এরপর ধারাবাহিকভাবে ডাকাতিয়ার পাড়ে বর্ষবরণ অনুষ্ঠান মঞ্চে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বড় স্টেশন মোলহেডে থাকবে গ্রামীণ খেলাধুলা।
নববর্ষের এ উৎসব উদ্যাপনকল্পে শোভাযাত্রা, আপ্যায়ন, বৈশাখী মেলা, মাঠ মঞ্চসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
শোভাযাত্রাকে জাঁকজমকপূর্ণ করার লক্ষ্যে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জেলা পুলিশের বাদক দল, স্কাউটের বাদক দলও অংশগ্রহণ করবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো স্ব স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করবে। শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বর্ণের সমারোহ ও বৈচিত্র্যের ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।
এদিকে প্রস্তুতি সভায় বলা হয়, বর্ষবরণ অনুষ্ঠান ও বৈশাখী মেলা আলোচনা সাপেক্ষ ৩দিন করা যেতে পারে। বৈশাখী উৎসব মঞ্চে পল্লীগীতি, ভাটিয়ালী ও ভাওয়াইয়াসহ দেশীয় গান পরিবেশন করতে হবে। ওইদিন সকাল ১১টায় বড় স্টেশন মোলহেডে দেশীয় খেলাধুলার আয়োজন থাকবে। এছাড়া সুবিধাজনক সময়ে হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদ্যাপন করতে হবে। অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানোর জন্যে চাঁদপুরের ফায়ার সার্ভিস স্থলে এবং নদীতে স্পীডবোটযোগে নদীতে অবস্থান করতে হবে। বাঙালি সংস্কৃতির সাথে সংগতিপূর্ণ নয় এমন কোনো নাচ বা গান পরিবেশন না করার সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক থাকা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় থাকার ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে। বড় স্টেশন মোলহেড থেকে প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানস্থল ডাকাতিয়া নদীতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড টহলে থাকবে।
সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, এনএসআই উপ-পরিচালক এবিএম ফারুক, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা স্কাউটস্ কমিশনার অজয় কুমার ভৌমিক, চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ, জেলা পরিষদের সিএ শেখ মহিউদ্দিন রাসেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তপন সরকার, নজরুল সংগীত শিল্পী পরিষদের সভানেত্রী কণ্ঠশিল্পী রূপালী চম্পক, পুরাণবাজার একুশ উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মোহন বাঁশি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অজিত দত্ত প্রমুখ।

 

 

 

সর্বাধিক পঠিত