তাঁদের মতো স্বাধীনতাকামী ছিলো বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি


গতকাল ৩ এপ্রিল বুধবার সকালে চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ মুক্তিসৌধে মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শংকরের স্মৃতিসৌধে পরম শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেছে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ১৯৭১ সালের ৩ এপ্রিল এদিন মর্মান্তিকভাবে বোমা বিস্ফোরণে শহীদ হন ছাত্র ইউনিয়নের এ ৪ নেতা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন সকাল সাড়ে ৭টায় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সম্মুখ থেকে বের করা হয় শোক র্যালি। র্যালিটি শহরের ট্রাক রোডে অবস্থিত শহীদদের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ শেষে কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদ উদ্যাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাশারের পরিচালনায় শপথ বাক্য পাঠ করান মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী। শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অজিত সাহা, কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাঁরা দেশের জন্যে নিজেদের জীবন দিয়েছেন, তাঁরা অমর হয়ে থাকবেন। ১৯৭১ সালে কালাম-খালেক-সুশীল-শংকরের মত স্বাধীনতাকামী মানুষ ছিল বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। এদেশ, মাটি, মানুষ শহীদদের আজীবন স্মরণ রাখবে। তাঁদের ইচ্ছার প্রতিফলন হবেই হবে। বক্তাগণ সংক্ষিপ্তভাবে সেদিনের বোমা বিস্ফোরণের ইতিহাসও তুলে ধরেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শাহআলম মিয়া, কমরেড শাহজাহান তালুকদার, জাকির হোসেন মিয়াজী, মনীষা চক্রবর্তী, লীলা মজুমদার, জহির উদ্দিন বাবর, প্রশিকা সরকার, নূরে আলম প্রমুখ। পরে কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদের আয়োজনে কেজি থেকে ১০ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা, সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাসার। প্রতিযোগিতা উপ-পরিষদের সদস্য সচিব মোঃ জহির উদ্দিন বাবর পাটওয়ারীর পরিচালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম ভূঁইয়া, জাকির হোসেন মিয়াজী প্রমুখ। বিকেলের সমাপনী পর্বে প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমানের সভাপ্রধানে ও সদস্য সচিব মোঃ জহির উদ্দিন পাটওয়ারীর পরিচালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সংগঠক প্রশিকা সরকার, নন্দিতা দাস, মিঠুন বিশ্বাস প্রমুখ। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।