মন্দিরভিত্তিক শিক্ষকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার গতকাল ছিল দ্বিতীয় দিন। এদিন সকালে প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্যে দিতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম। তাদেরকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের প্রাপ্য সম্মান জানাতে হবে। সকল উন্নয়ন কর্মকা-ে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি নারী-পুরুষের বৈষম্য দূরীকরণের মধ্যে দিয়ে সরকারের গৃহীত সকল কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
গত ২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ শ্রী শ্রী গোপাল জিউড় আখড়ায় ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান। এদিন অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ইয়াছমিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সুত্রধর, মন্দির সহকারী প্রকল্প পরিচালক চাঁদপুর জেলার অমিত কুমার, কম্পিউটার অপারেটর সায়মা জাহান, জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া কমিটির সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা অশোক বিশ্বাস, কিরণ রায়সহ জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। আজকের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শেষ হবে ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।