• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আগামী ১৩ এপ্রিল অষ্টমী স্নান যাত্রা

ঝুঁকিপূর্ণ পুণ্যার্থীদের উঠা-নামার স্থান ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০১৯, ১৩:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ১২ ও ১৩ এপ্রিল শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নান যাত্রা। এদিন হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পুণ্য অর্জন এবং সকল পাপ মোচনের লক্ষ্যে পরিবার-পরিজন নিয়ে গঙ্গা স্নান করবেন। মহাষ্টমীর সময় এবার ২ দিন থাকলেও অনেকেই স্নান যাত্রা সম্পন্ন করবেন পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার। এমনটাই জানালেন হরিসভা মন্দির কমপ্লেক্সের পুরোহিত কেদার নাথ চক্রবর্তী।
তবে এ বছর স্নান যাত্রার স্থান নির্ণয় নিয়ে উৎসব উদ্যাপন পরিষদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে। প্রতি বছরে এ স্নান যাত্রা পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স সংলগ্ন মেঘনা নদীর পাড়ে উদ্যাপিত হয়ে আসছিল। এবার এ স্থান নিয়ে অনেকটা হতাশা দেখা দিয়েছে তাদের মনে। পূর্বে এ স্থানে স্নান যাত্রাকালে পুণ্যার্থীদের সুবিধার্থে পৌরসভা কিছু প্লাস্টিক বস্তা ফেলে নদীর জল পর্যন্ত যাতায়াতের সুব্যবস্থা করে দিতো। কিন্ত এ বছর দেখা দিয়েছে ভিন্ন সমস্যা। ক্রমাগত নদী ভাঙ্গনের ফলে শহর রক্ষা বাঁধের ব্লকে ধস নামায় এ স্থান দিয়ে নদীতে নামা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদী ভাঙ্গন প্রতিরোধে এলাকাবাসী প্রয়োজনীয় ব্লকসহ জিও ট্যাক্স ফেলার দাবি জানিয়ে আসলেও তা তেমনভাবে আমলে নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তারা অপরিকল্পিতভাবে সুবিধামত যেখানে-সেখানে ব্লক ফেলেছে। স্লোপিং করে ব্লক বা জিও ট্যাক্সের বস্তা না ফেলে এলোপাথাড়িভাবে ফেলার কারণে এ স্থান দিয়ে নদীতে নামা-ওঠা খুবই বিপদজনক হয়ে উঠেছে। এমন অবস্থায় স্নান যাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় লক্ষাধিক ভক্ত নর-নারী এই স্থান দিয়ে স্নান করার জন্যে উপস্থিত হবেন। তারা না জেনেই হয়তো এ স্থান দিয়ে স্নান সম্পন্ন করার জন্যে নদীতে নামতে গিয়ে যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতির শিকার হন তাহলে তার দায় দায়িত্ব কে নিবেন-এ নিয়ে চিন্তিত স্নান যাত্রা কমিটি। এর সমাধানে কমিটি শরণাপন্ন হয় পূজা পরিষদ নেতৃবৃন্দের কাছে। সেই প্রেক্ষিতে গতকাল ৩ এপ্রিল পূজা পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, মঠ মন্দির সংস্কার সম্পাদক নির্মল রায়, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস, দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, অনন্ত চক্রবর্তী, মহাদেব দত্ত, প্রশান্ত চক্রবর্তী, মানিক দে, নান্নু পোদ্দার স্নান যাত্রার স্থান পরিদর্শন করেন। তারা পুন্যার্থীদের জলে নামার স্থান দেখে আশঙ্কা প্রকাশ করেন। এ অবস্থায় নেতৃবৃন্দ এ স্থানে দীর্ঘ বছর ধরে হয়ে আসা স্নান যাত্রা যাতে নির্বিঘেœ হতে পারে সেজন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে মাননীয় শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক, পৌর মেয়র, পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন। তারা মনে করেন দীর্ঘদিন ধরে এ স্থান দিয়ে হয়ে আসা মহাষ্টমী স্নান যাত্রা সম্পন্নে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সদয় হবেন।

 

সর্বাধিক পঠিত