• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

এমএ হান্নান কল্যাণ ট্রাস্ট কর্তৃক বিভিন্ন মসজিদে অনুদান প্রদান

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০১৯, ১২:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জের বিশিষ্ট শিল্পপতি, দানবীর, আলহাজ্ব এমএ হান্নানের প্রতিষ্ঠিত এমএ হান্নান কল্যাণ ট্রাস্ট কর্তৃক বিভিন্ন মসজিদে উন্নয়নমূলক কাজের জন্যে অনুদানের চেক প্রদান করা হয়। ধারাবাহিক চেক প্রদানের অংশ হিসেবে গত ১ এপ্রিল ৩নং সুবিদপুরের বাঘপুর গ্রামের ভূঁইয়া বাড়ি জামে মসজিদে ৪৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া গত মাসে সুবিদপুরের গিয়াসউদ্দিন পাটওয়ারী বাড়ি জামে মসজিদে ৩৫ হাজার টাকার চেক, পূর্ব বড়গাঁও বাইতুল আমান জামে মসজিদে ৫০ হাজার টাকার চেক, সোনারচৌ জামে মসজিদে ১ লাখ টাকার টাইলস্ প্রদান করা হয়। চেক প্রদানকালে এমএ হান্নানের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মজিবুর রহমান বকুল, ৪নং সুবিদপুর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভুলু, ৩নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সভাপতি মোঃ হাছান পাটওয়ারী ও ৩নং সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামিম হোসেন। মসজিদ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হান্নান ভূঁইয়াসহ আরো কয়েকজন।

সর্বাধিক পঠিত