• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে আলোর ঠিকানার উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ:  ০২ এপ্রিল ২০১৯, ১২:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলোর ঠিকানা’র উদ্যোগে জ্ঞানের আলো  সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোর ঠিকানা আয়োজিত শাহরাস্তি উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ম্যাগনাম স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের প্রধান মোঃ মনির হোসেন মিরণের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি ডাঃ মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী।
উপস্থিত ছিলেন বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ, বানিয়াচোঁ জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহমিনা বেগমসহ সংগঠনের সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোর ঠিকানা সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও উচ্চ শিক্ষার ধারণা প্রদান এবং ১ম বারের মতো বিনামূল্যে প্রশ্ন বিতরণের মাধ্যমে উপজেলাব্যাপী সাধারণ জ্ঞান ও ইংরেজি শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কর্তৃপক্ষ সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আলোর ঠিকানার কার্যক্রম দেখে আমি অত্যন্ত গর্বিত। একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এমনিভাবে যেসকল কাজ করে যাচ্ছে তা প্রসংশনীয়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়াও মাদক প্রতিরোধসহ সমাজের বিভিন্ন অপকর্ম প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আমি তাদের সকল কার্যক্রমের সফলতা কামনা করছি। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

সর্বাধিক পঠিত