• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় আলোর মশালের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

প্রকাশ:  ০১ এপ্রিল ২০১৯, ১২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশাল’ যুব সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয় বিসমিল্লাহ্ টাওয়ারের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার সিকদার, সন্তোষ চন্দ্র সেন প্রমুখ। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত