• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহত আবৃত্তি শিল্পী বৃষ্টি ও দোলার পংক্তিমালা

মতলব দক্ষিণে আবৃত্তি সমন্বয় পরিষদের আলোচনা সভা ও পংক্তিমালা

প্রকাশ:  ০১ এপ্রিল ২০১৯, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য কবিতাঙ্গন ও সনক-এর আয়োজনে ঢাকার চকবাজারে অগ্নিকা-ে নিহত আবৃত্তি শিল্পী বৃষ্টি ও দোলার স্মরণে গত ৩০ মার্চ শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার দীপ্ত বাংলা পাদদেশে আলোচনা সভা ও পংক্তিমালা অনুষ্ঠিত হয়।
কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপিকা আইনুন্নাহার কাদ্রীর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সংগঠক রোটাঃ ইফতেখার উদ্দিন কাদরীর ও সনক আবৃত্তি সংগঠনের সাংগঠনিক সম্পাদক বদরুন নাহার লরিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সনক ও কবিতাঙ্গন আবৃত্তি সংগঠনের উপদেষ্টা দেওয়ান রেজাউল করিম, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সনক আবৃত্তি সংগঠনের সভাপতি সাইয়্যেদুল আরেফিন শ্যামল। এ সময় সঙ্গীত প্রশিক্ষক হুমায়ুন কবির রেবন, নাজমুল আহসান খোকন, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, নিমাই চন্দ্র ঘোষ, মোঃ আকতার হোসেন, কোষাধ্যক্ষ রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, সঙ্গীত প্রশিক্ষক দুলাল ঘোষ, সনক আবৃত্তি সংগঠন ও কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সদস্যবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।