• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধা অনেককেই হয়ত পাশে পাবো না, কিন্তু বাঙালির হৃদয়ে তাঁরা আমৃত্যু থাকবেন : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান

হানাদার বাহিনীকে প্রথম প্রতিরোধ করে পুলিশ, কিন্তু স্বাধীনতা পদক পেতে পুলিশ বাহিনীকে ২০১০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে : পুলিশ সুপার

প্রকাশ:  ২৮ মার্চ ২০১৯, ০৯:৩৫ | আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৯:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের  সংবর্ধনা দেয়া হয়েছে। চাঁদপুর সার্কিট হাউজে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৬ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান। তিনি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের প্রতি সকলের শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। জাতির জনকের দূরদর্শিতার কারণে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বড় হয়েছি। জীবনে আরো বড় পদে আসীন হতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়া জীবনে আর সম্ভব নয়। আমরা হয়তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধা অনেককেই পাশে পাবো না, কিন্তু আপনারা আমৃত্যু বাঙালির হৃদয়ে থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। তিনি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৫ মার্চ রাতে যখন হানাদার বাহিনী বাঙালিদের ওপর আক্রমণ করে, তখন পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ করে। সেদিন রাতে ১১২ জন পুলিশ সদস্য শহীদ হন। কিন্তু স্বাধীনতা পদক পেতে পুলিশ বাহিনীকে ২০১০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গত ৭ বছরে পুলিশ সুপার পদে থেকে মুক্তিযোদ্ধাদের ১৪টি সংবর্ধনা অনুষ্ঠানে থাকার সৌভাগ্য আমার হয়েছে।
তিনি আরো বলেন, আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বলেই আমরা আজ জেলা প্রশাসক ও এসপি হতে পেরেছি। আপনারা যে কোনো সমস্যায় আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সাধ্যমত সহযোগিতা করতে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জামাল হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ আহমেদ খান, সহকারী কমান্ডার মহসিন পাঠান প্রমুখ।

 

 

সর্বাধিক পঠিত