জলবায়ু প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা
স্বাধীন দেশে দুর্নীতি থাকতে পারে না, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে : মেয়র নাছির উদ্দিন আহমেদ


‘জলবায়ু তহবিল ব্যবস্থানায় চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ’ এ শ্লোগান নিয়ে গতকাল ২৮ মার্চ জলবায়ু প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের কর্তৃপক্ষ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত সভায় সনাক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেনের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত।
প্রধান অতিথি বলেন, জবাবদিহিতা থাকলে স্বচ্ছতা আসে। একটি স্বাধীন দেশে দুর্নীতি থাকতে পারে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। এমন একটা সময় ছিলো যখন এদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিলো। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছার ফলে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে সুশাসন বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, অপরাধ প্রবণতা প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে। নৈতিক দিক দিয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আমাদের নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। যেখানে দুর্নীতি থাকবে সেখানে উন্নয়ন কখনো সম্ভব নয়। বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল প্রকার দুর্নীতি রোধ করতে হলে টিআইবির পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভা জলবায়ু ফান্ডের আওতায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্যে কাজ করছে। জলবায়ুর কাজগুলো যেনো স্বচ্ছতার সাথে হয় সেজন্যে আমি প্রতিনিয়ত তদারকি করছি। তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও বেশি সোচ্চার করার জন্যে সবাইকে আরও ব্যাপকভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। জলবায়ু ফান্ডের আওতায় সরকার ইতিমধ্যে ডেল্টা প্লান বাস্তবায়ন করছে। জলবায়ুর অর্থায়নে সরকার নদী ড্রেজিংসহ জলাবদ্ধতা দূরীকরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি এ ধরনের একটি সভা আয়োজন করার জন্যে টিআইবি ও সনাককে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক-সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন বলেন, ইতিমধ্যে সনাক-চাঁদপুরের আয়োজনে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জহিরাবাদ প্রকল্পে গণশুনানির আয়োজন করা হয়েছে। তিনি জলবায়ু বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আজ সভায় উপস্থিত হয়ে তাদের প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেছেন বলে তাদের ধন্যবাদ জানান। জলবায়ুর কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে বলেই চাঁদপুর পৌরসভাসহ জলবায়ু বাস্তবায়নকারী প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ এই সভায় উপস্থিত হয়েছেন। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যতো বেশি জনগণের সম্পৃক্ততা থাকবে ততো বেশি স্বচ্ছতা থাকবে। জলবায়ু ট্রাস্ট ফান্ড নিয়ে যে সকল প্রতিষ্ঠান কাজ করে সে সকল প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির জন্যে সনাক কাজ করছে। তিনি বলেন, আমরা আশা করি জলবায়ু প্রকল্পের সকল কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হবে। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্যে সকলকে ধন্যবাদ জানান।
জলবায়ু প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষসমূহের চলমান প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবু সাঈদ মোঃ মাহবুবুল করিম, চাঁদপুর পওর সার্কেলের সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল হাসান, বিডব্লিউডিবি’র উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম সামসুদ্দোহা, শাহরাস্তি পৌরসভার সচিব মোঃ তোফায়েল আহমেদ শেখ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, সিসিডিএস নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম পাটওয়ারী। মূল প্রবন্ধ উপস্থাপন ও জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করেন গোলাম মহিউদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার, জলবায়ু অর্থায়নে সুশাসন, টিআইবি।
টিআইবির রাজন চন্দ্র দের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, ক্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সনাক সদস্য ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, জলবায়ু বিষয়ক জন-অংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর সদস্য ব্যাংকার মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও সভায় জলবায়ু প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সনাক-চাঁদপুরের সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।