হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

গতকাল সোমবার রাতে হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় নওহাটা গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হাছান ঐ বাড়ির হুমায়ুন কবিরের ছোট ছেলে। সে চলতি বছর স্থানীয় নওহাটা ফাযিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, হাসান নিজেদের গোয়ালঘরের সিলিং পাখার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জয়নব বানু বলেন, হাসপাতালে আনার পূর্বেই হাসানের মৃত্যু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিক্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।